সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিলেটে পাঁচ মাদক কারবারি আটক

সিলেট ব্যুরো

সিলেটে পাঁচ মাদক কারবারি আটক

সিলেটে অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গত শনিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯৩৭ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মোশাইদ (৪০), মো. তাজ উদ্দিনের ছেলে মো. রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

র্যাব বলছে, মাদক এ সমাজের এক ব্যাধি রূপে ধারণ করেছে। সমাজের প্রত্যেকটি স্তরে শহর থেকে গ্রাম সব জায়গায় মাদকে ছেয়ে গেছে। যুবসমাজ ও দেশকে রক্ষা করার জন্যে র্যাবের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ