সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন

হবিগঞ্জ প্রতিনিধি

সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন

হবিগঞ্জ জেলা পুলিশ টিম বনাম সিলেট জেলা পুলিশ টিমের মধ্যে ফাইনাল খেলা সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুই দলের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা শেষে সিলেট জেলাকে হারিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ টিম চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করেছে।

এ সময় হবিগঞ্জ জেলা পুলিশ টিমকে উৎসাহ দিতে সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি।

এ সময় উপস্থিত ছিলেন, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর, সৈয়দ হারুন অর রশীদ, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট আক্তার হোসেন বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জসহ সিলেট জেলার পুলিশ সুপার, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সদস্য ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।

টিএইচ