সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছ বিজিবি। গত ২৭-২৯ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭-২৯ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অলিভ ওয়েল ২১০ বোতল, সাবান ১০৮২ পিস, মেহেদী ১৬২ পিস, ফেনসিডিল ৯৬, মদ ৩৩৭ বোতল, বাংলাদেশি রসুন ৭৬৮৮ কেজি, ট্রলি ১টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১১টিসহ অন্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবিদর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানের মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ