চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটায় একজনকে অর্ধলক্ষ টাকা জরিমানা এবং তিনজন পাহাড় খেকোর বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরেজমিনে পাহাড়ের মাটি কাটার সত্যতা পাওয়ায় হজরত খাদিজাতুল কুবরা রা. বালিকা মাদরাসার পরিচালক আবদুল হককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এক নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। সরেজমিনে পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পাহাড় কাটার জন্য আবদুল হক, অ্যাড. ইমরানুল হক, নুর নাহারের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, মো. আশরাফ উদ্দিন, রিসার্চ অফিসার, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়; সীতাকুণ্ড থানা পুলিশ, ভাটিয়ারী তহসিলের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ অন্য ব্যক্তিরা।
টিএইচ