শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সুগন্ধায় তেলবাহি জাহাজ বিস্ফোরণে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সুগন্ধায় তেলবাহি জাহাজ বিস্ফোরণে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামের একটি তেলবাহি জাহাজে বিস্ফোরণে নিখোজ হওয়া একজনকে উদ্ধার করেছে ডুবুরী দল। শনিবার দুপুর ২টার দিকের ঘটনায় রোববার দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। ইঞ্জিন গ্রিজার আবদুস ছালাম হৃদয় এর লাশ উদ্ধার করা হয়েছে।

হৃদয়ের লাশ শনাক্ত করেছেন তার মামা বলে জানিয়েছেন কোস্টর্গাড অপারেশন অফিসার মোহাম্মদ শাফায়েত।

বিস্ফোরণের ঘটনায় অক্ষত বাবুর্চি ও দগ্ধ ৫জনকে উদ্ধার করে চিকিতসা দেয়া হচ্ছে। নিঁখোজ ৪জনকে উদ্ধারে রোববার সকাল ৯ টা থেকে নিখোঁজদের সন্ধানে কাজ শুরু হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টর্গাড ডুবুরি দল ও বিআইডব্লিউটিএ এর কর্মীরা।

নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয় মানুষের খোজ পেতে সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে খুচ্ছেন। বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে শনিবার সন্ধ্যার পর থেকে রাত ৩টা পর্যন্ত চার লাখ লিটার তেল সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে।

জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে শনিবার দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে।

গুরুতর আহত শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), ও মাইনুল ইসলাম (২৯) বরিশালে চিকিৎসাধীন রয়েছে। অপর দুজনের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

টিএইচ