বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জে ঝুঁকিপূর্ণ হকার্স সমবায় মার্কেটে চলছে ব্যবসা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ঝুঁকিপূর্ণ হকার্স সমবায় মার্কেটে চলছে ব্যবসা

সুনামগঞ্জ পৌর শহরের হকার্স সমবায় মার্কেটের ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও এর ভেতরে অবস্থানকারী প্রায় শতাধিক ব্যবসায়ী চালিয়ে যাচ্ছেন ব্যবসা। মার্কেট ভবনের ছাদ ও চারপাশের দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ছে। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

গত ১৬ আগস্ট হকার্স সমবায় মার্কেটের আরাম বেডিংয়ের সিলিংয়ের কিছু পলেস্তার এবং ঢালাই খোয়া খসে পড়ে নিচে। আরাম বেডিং কর্মচারী দুই শ্রমিক বাহিরে থাকায় তাদের প্রাণ রক্ষা পায়।

আরাম বেডিংয়ের পরিচালক রিয়াজ উদ্দিন বাবু  জানান, দোকানের ভিতরে হঠাৎ সিলিংয়ের ঢালাই খসে পড়ে। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মচারীরা বাহিরে ছিল আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন।

মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের সব থেকে পুরাতন হকার্স সমবায় মার্কেটটি দীর্ঘ তিন যুগ আগে নির্মাণ করেন। হর্কাস সমবায় মার্কেটটি এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এখানকার ব্যবসায়ীদের জন্য। জরাজীর্ণ ভবনে জোড়াতালি দিয়ে সংস্কার করে কিছুটা উপযোগী করা হলেও দীর্ঘদিন ধরে মার্কেটের ছাদের প্রায় অধিকাংশ ছাদের ঢালাই ও পলেস্তারে পড়ে ছাদের পুরাতন রডে মরীচিকা পড়েছে।

মার্কেটের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশে না করার শর্তে জানান, মার্কেটের প্রায় শতাধিক দোকানদার চরম ঝুঁকি নিয়ে এ মার্কেটে ব্যবসা করছেন। এক/দুই বছরের চুক্তিতে ঘর ভাড়া নেয়ার পর এ মার্কেটে দোকানের ভাড়া কম হওয়ায় ব্যবসায়ীরা বিপজ্জনক জেনে বুঝেও মার্কেটে থেকে যায়। 

মার্কেটের বর্তমান যে অবস্থা তাতে যে কোনো সময়ে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখে দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর দ্রুততম সময়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনিটিই আশা স্থানীয়দের।

সুনামগঞ্জ পৌরমেয়র নাদের বখত বলেন, আমার পৌর বিপনি মার্কেটটি ও ঝুকিপূর্ণ কিন্তু এর অনেক আগে হকার্স সমবায় মার্কেটটি নির্মাণ করা হয়েছিল। সেটি ঝুকিপূর্ণ হওয়া অস্বাভাবিক কিছু নয়। হকার্স সমবায় মার্কেট পৌরসভার অধীনে নহে।

হকার্স সমবায় মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, যদিও মার্কেটটি ঝুঁকিপূর্ণ, কিন্তু মার্কেটের ব্যবসা বন্ধ করা হলে ব্যবসায়ীদের অপূরনীয় ক্ষতি হবে। যা কখনো পুরণ হবার নয়।

জেলা শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি সোহেল আহমদ বলেন, হকার্স সমবায় মার্কেটটি অনেক পুরাতন, মার্কেটটি  ঝুঁকিপুর্ণ কি না তা অবশ্যই ঊধ্বর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

টিএইচ