বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলে নিহত

সুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতের কবলে পড়ে তিন জেলে নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর ) সকালে দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলার পৃথক দুটি হাওরে এ ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন– পান্ডারগাওঁ ইউনিয়নের পলিচর গ্রামের চাঁন মিয়ার পুত্র জালাল উদ্দিন (৩৫) ও একই গ্রামের নুরুল হক মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৬)।

এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন কালাগুজা গ্রামের আব্দুল লতিফের পুত্র শরীফ মিয়া। 

স্থানীয়রা জানান, সকাল থেকে আবহাওয়া খারাপ থাকার পর সাড়ে ৪ টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের মধ্যেই হাওরে মাছ ধরার ছাঁই তুলতে যায় তারা। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আচমকা বজ্র এসে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই ওই তিন জেলে নিহত হন।

বজ্রপাতে তিন জেলে নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন।

টিএইচ