বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জে সুলেমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জে সুলেমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুলেমান মিয়া হত্যামামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১৪ জানুয়ারি) উপজেলার বরই বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জয়শ্রী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও ইউপি সদস্য রাসেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আহত দীন ইসলাম, বরই বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল মিয়া, জয়শ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রয়েল মিয়া, সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তরা বলেন, সুলেমান হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা দীন ইসলাম বাদী হয়ে গত ২ জানুয়ারি রাতে একই গ্রামের নজরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮-১০জন আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। 

টিএইচ