রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে।

সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে আ.লীগ ও পুলিশের হামলার ঘটনায় গেল ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম। 

এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গেল ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামোল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। 

এই মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় কয়েকদিন হয় ২৪ জনকে আসামি করে চার্জশিট প্রদান করেছে।

টিএইচ