বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জ ডিসির নিকট আশার শীতবস্ত্র হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ ডিসির নিকট আশার শীতবস্ত্র হস্তান্তর

সারাদেশের মতো সুনামগঞ্জে ও শীতের তীব্রতা বাড়তে শুরু করায় এনজিও সংস্থা আশার উদ্যোগে জেলার অসহায়, হতদরিদ্র দিনমজুর ও খেটে খাওয়া ৪ শতাধিক মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) আশার সুনামগঞ্জ অঞ্চলের কর্মকর্তাদের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জির সভাপতিত্বে ডিসি অফিসের পিএ পিন্ট কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আশার ডিস্ট্রিক্টে ম্যাসেজার নজরুল ইসলাম, সিনিয়র রিজিওন্যাল ম্যানেজার দীপক চন্দ্র সরকার, সাপোর্টে ইঞ্জিনিয়ার আরাফাত আহমেদ নাঈম, ব্রাঞ্চ ম্যানেজার মো. মনজুরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন, হাওরের জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকায় এই শীতবস্ত্রগুলো এই উপজেলায় বিতরণের আহ্বান জানান। 

আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে তাই জেলার বিভিন্ন উপজেলায় সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালীদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

টিএইচ