বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুন্দরগঞ্জে দুই নারীকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জে দুই নারীকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জে দুই নারীকে ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর জখমসহ লোহার রড দিয়ে পিটিয়ে দাঁত ভেঙে দেয়ার অভিযোগে মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে আলামিন মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলামিন মিয়া (২৮) উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

থানা পুলিশ ও ঘটনাস্থল সূত্রে জানা গেছে, নিজপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে মুনসেফা খাতুনের সাথে তার প্রতিবেশীদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। এরই জের ধরে গত ৭ মার্চ প্রতিপক্ষরা মুনসেফা খাতুনের বাড়িঘর ভাঙচুর করে। 

এসময় বাধা প্রদান করলে মুনসেফা ও তার পুত্রবধূ রহিমাকে ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করাসহ লোহার রড দিয়ে পিটিয়ে মুনসেফার দাঁত ভেঙে দেয়। এছাড়া মহিলাদের টানা-হেঁচড়া করে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় এবং স্বর্ণালংকার গলা থেকে টেনে ছিঁড়ে নেয়। 

এরপর ৯৯৯ নম্বরে ফোন করা হলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই নারীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালে পৌঁছে দেয়। আহত শাশুড়ি ও পুত্রবধূ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ১৭ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে আসামি আলামিন মিয়াকে গ্রেপ্তারসহ তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন।

টিএইচ