সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদ ও শাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে পুরোদমে। এলাকার চিহ্নিত প্রভাবশালী চক্র প্রশাসনের হস্তক্ষেপ উপেক্ষা করে মাসের পর মাস বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শাকবাড়িয়া নদীর জোড়শিং, খাসিটানা, আটিহারা, বজবজা, কাটকাটা, মঠবাড়ি, তেতুলতলা, কালিবাড়ি, ৬নং কয়রা, কপোতাক্ষ নদের চরামুখা, মেদেরচর, নাপিতখালি, কাশিরহাট, পদ্মপুকুর, ঘাটাখালি, গোবরা, দশালিয়ার চরা থেকে কয়েকটি চক্র আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। সমপ্রতি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কপোতাক্ষ নদের তিনটি পয়েন্টে বালু ওঠানো বন্ধ করা হলেও অল্প দিনের ব্যবধানে সেখান থেকে আবারো বালু উত্তোলনের কাজ শুরু হয়েছে।
গত রোববার কপোতাক্ষ নদের নাপিতখালির চরে তিনটি কার্গোয় বালু তোলা শুরু করে স্থানীয় মোজাফফার মেম্বার ও ওমর আলীর লোকজন। এ ঘটনায় উপজেলা উপজেলা প্রশাসন অভিযুক্তদের আটক করে জরিমানা করেন। এদিকে রাতের অন্ধকারে সুন্দরবনের শাকবাড়িযা নদীর আংটিহারা, জোড়শিং, খাসিটানা, কাটকাটা, ৬নং কয়রা, বজবজা এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে কার্গোয় করে বালু উত্তোলন করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের প্রতিনিধির পরিচয়ে ৫/৬টি চক্র। অবৈধভাবে ওঠানো লাখ লাখ ফুট বালু কয়রার গাববুনি, গাতিরঘেরি, আংটিহারা, গোলখালি, জোড়শিং, দশালিয়া বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি মাঠে মজুদ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, পাউবো ঠিকাদারের প্রতিনিধি সাব ঠিকাদারের সঙ্গে আর্থিক চুক্তিতে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে অসাধু চক্রগুলো।
টিএইচ