বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুবর্ণচরে আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি    

সুবর্ণচরে আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী বশির আহমদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (২৭ এপ্রিল) সুবর্ণচর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় গত ১২ এপ্রিল রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।  

বর্তমানে এ আ.লীগ নেতা ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ সময় বক্তরা অবিলম্বে আ.লীগ নেতা বশিরের ওপর হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।    

এতে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আ.লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী, চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. ওমর ফারুক ফারুক প্রমুখ।  

টিএইচ