বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
The Daily Post

সুশাসন উন্নয়ন ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে ডিসির উদ্যোগ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

সুশাসন উন্নয়ন ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে ডিসির উদ্যোগ

ময়মনসিংহ শহরকে একটি উন্নয়নশীল স্মার্ট নগরে রূপান্তরিত করতে ইতোমধ্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলস ভূমিকা রয়েছে তার। তিনি ময়মনসিংহে যোগদানের পর থেকেই জেলায় সুশাসন প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসকের উদ্যোগে ঘুষ, মাদক ও দুর্নীতি ভেজালবিরোধী বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি ময়মনসিংহের বিভিন্ন সমস্যার সমাধানে বিরতিহীন কাজ করে যাচ্ছেন। জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, যানজটমুক্ত শহর গড়তে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। বেদখলীয় সরকারি জমি উদ্ধারেও যথেষ্ট তৎপর তিনি।

ভূমিহীন জনসাধারণের জন্য সরকারের বরাদ্দকৃত ঘরসহ অন্য প্রকল্পগুলোও যথারীতি মনিটরিং করছেন তিনি। পাশাপাশি আসন্ন মাহে রমজানকে সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীলে আগাম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অতীতের চেয়ে রাজস্ব আদায়েও তার চৌকস বুদ্ধিমত্তা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান অর্থবছরে বিআইডব্লিউটিএ হতে ৯ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৪৩৪ টাকা, ভূমি উন্নয়ন কর হতে ১৫ কোটি ১ লাখ ২৭ হাজার ৯১৬ টাকা, জলমহাল হতে ৬৪ হাজার ৯৪ হাজার ১১ টাকা, বালুমহাল হতে ৭৮ লাখ ৯১ হাজার টাকা, কর বহির্ভূত রাজস্ব খাত হতে ৩৯ লাখ ৪৫ হাজার ১২০ টাকা, রেকর্ডরুমের রাজস্ব হতে ১৩ লাখ ৫৮ হাজার ৫শ টাকাসহ মোট ২৬ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ৯৮১ টাকা আয় হয়েছে বলে জানান তিনি।

সমপ্রতি এসব খাতসমূহ হতে আগত আয়ে তিনি বেশ নজরদারি করছেন। পাশাপাশি ভূমিসেবা হয়রানি বন্ধেও তিনি বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা কার্যক্রম পরিচালনা, কাঙ্ক্ষিত সময়ে ভূমিসেবা নিশ্চিত, অটোমেশন পদ্ধতির ব্যবহার, প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ও অভিযোগ বক্স স্থাপনসহ একাধিক কর্মসূচি হাতে নেন তিনি।

মুফিদুল আলম প্রশাসনে যোগদান করেন ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর। এর আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব, বান্দরবান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কিশোরগঞ্জ জেলা সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনে তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি আরও বলেন, একদিন ময়মনসিংহ জেলা হবে একটি মডেল জেলা। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

টিএইচ