সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সু-খবরের নামে উচ্চশব্দে মাইক বাজিয়ে পণ্য প্রচার অতিষ্ঠ এলাকাবাসী

পাবনা প্রতিনিধি

সু-খবরের নামে উচ্চশব্দে মাইক বাজিয়ে পণ্য প্রচার অতিষ্ঠ এলাকাবাসী

পাবনার শহরসহ প্রায় প্রতিটা উপজেলার মানুষের প্রতিদিন ঘুম ভাঙে বিভিন্ন পণ্য প্রচারে ব্যবহার করা মাইকের উচ্চ শব্দের আওয়াজে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে পোলট্রি মুরগির দাম হ্রাস থেকে শুরু ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকের প্রচারণা, বিশাল গরু-মহিষ জবাই, নিয়ে প্রচার চালানো হয়। কোনো নিয়মনীতি না মেনে ‘সু-খবর’এর নামে মাইকের আওয়াজে অতিষ্ঠ পাবনার বাসিন্দারা।

সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা এর প্রতিকার চেয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এ অবস্থায় মাইকিংয়ের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চিকিৎসকেরা বলছেন, মানুষের শ্রবণের জন্য শব্দের ৪৫ ডেসিবেল হচ্ছে সহনীয় মাত্রা। তবে সেটা ৭০ ডেসিবেল অতিক্রম করলে তা ক্ষতিকর। পৌর শহরে যে হারে প্রতিনিয়ত মাইকিং করা হয়, এর ফলে অনেক সময় শব্দের মাত্রা ৭০ ডেসিবেলের কাছাকাছি চলে যায়। বিশেষ করে শিশুদের জন্য এটা খুবই ক্ষতিকর।

শব্দ দূষণের বিষয়টি জানিয়ে পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, উচ্চ শব্দে মাইকিং চলতে থাকলে পর্যায়ক্রমে পৌরবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। একপর্যায়ে শ্রবণ সমস্যায় ভুগতে হবে। শহর এবং উপজেলাবাসীরা বলেন, এলাকায় একটি প্রচারণা আসার সঙ্গে সঙ্গে আরেকটি প্রচারণা শুরু হতে থাকে। মাইকিংয়ের ক্ষেত্রে হাসপাতাল, ক্লিনিক, সরকারি অফিস, স্কুলকলেজের পরিবেশের কিছুই মানা হচ্ছে না। এতে শহরবাসীর জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

শিক্ষার্থী নিশান বলেন, নির্দিষ্ট কোনো সময় না মেনে শহরে প্রতিদিন সু-খবরের নামে উচ্চ শব্দে মাইকিং করা হয়। প্রতিদিন সুখবর, সুখবর শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এতে আমাদের পড়াশোনায় সমস্যা হয়। প্রশাসনের এতে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

টিএইচ