সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সেনবাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সেনবাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে গোলাম মাওলা (৬৫) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার গোলাম মাওলা সেনবাগ উপজেলার পশ্চিম আহম্মপুর গ্রামের শমসের আলী বাড়ির মৃত এরশাদ মাস্টারের ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গোলাম মাওলার বিরুদ্ধে যশোর কতোয়ালী থানার মামলায় ১০/৫/২০০৯ আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ ও  ৫০হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। এতদিন সে সাজা এড়াতে পালিয়ে ছিলো। 

গত মঙ্গলবার রাতে সেনবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ