বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সেনবাগে রোহিঙ্গা যুবক আটক

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সেনবাগে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক মো. নুর আলম (৩৫) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে। গত রোববার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া থেকে সে প্রথমে চট্টগ্রামে আসে। পরবর্তীতে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ছমির মুন্সিরহাট বাজারে আসে। সেখানে স্থানীয় লোকজন তাকে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করে। 

স্থানীয়দের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার এসআই মো.জয়নাল আবেদীন বলেন, যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ