সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সৈয়দপুরে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগ 

নীলফামারী প্রতিনিধি 

সৈয়দপুরে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগ 

নীলফামারীর সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নে নিয়ম মেনে নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) নিয়োগ দেয়া হয়েছে বললেন সৈয়দপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আবু হেনা মোস্তফা কামাল।

সৈয়দপুর উপজেলা সাব-রেজিস্টার মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার কাজী আবুল কামাল মো. রোস্তম আলীর বয়সজনুি কারণে গত ৩১ মে মেয়াদ পুর্ণ হলে অবসর গ্রহণ করেন এবং পদটি শুন্য হয়ে যায়। 

পদটি শুন্য হলে নতুন করে নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশ প্রদান করে এবং সেই পরিপেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী নিয়োগের বিষয় একটি নিয়োগ কমিটি গঠন করা হয়। 

নিয়ম অনুযায়ী কমিটির সভাপতি এমপি, সদস্য সচিব উপজেলা সাব-রেজিস্ট্রার, সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান। নিয়োগ কমিটি গঠন করে নিয়োগ  প্রদান করা হয়ে।  

তিনি আরো বলেন, গত ০৬ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ছয় জন আবেদন করেন। যাচাই-বাছায়েই তিনজনের আবেদন বাতিল হয় এবং গত ০৮ জুন তিনজনের নাম প্যানেলভুক্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

টিএইচ