সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সৈয়দপুরে মন্ত্রী আগমন উপলক্ষে রাস্তার নিম্নমানের পালিশের কাজ শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে মন্ত্রী আগমন উপলক্ষে রাস্তার নিম্নমানের পালিশের কাজ শুরু

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম আগামী ১৭ ফেব্রুয়ারি সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে আসছেন। মন্ত্রীর যাতায়াতের সড়কটি অসংখ্য খানাখন্দকে ভরা। যান চলাচল তো দূরের কথা পথচারীও চলা দুঃসাধ্য। 

এ সড়কটি শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে রেলওয়ে কারখানার প্রধান ফটক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী অবস্থায় রয়েছে। 

কিন্তু মন্ত্রী আসার খবরে সৈয়দপুর পৌরমেয়র ওই সড়কটি বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে মেরামত শুরু করেছে। খানাখন্দক ভরাতে দেয়া হচ্ছে নিম্নমানের তিন নম্বর ইটের খোয়া। যা পায়ের তলায় পড়ে গুড়ো হয়ে যাচ্ছে। অথচ এ কাজের জন্য পৌর কর্তৃপক্ষ খরচ করছেন কয়েক লাখ টাকা।  

এদিকে শহরের সকল রাস্তা নির্মাণের দাবিতে গত ৮ ফেব্রুয়ারি তিনটি বাম সংগঠন মানববন্ধন করে। মানববন্ধন থেকে দাবি তোলা হয় সকল রাস্তা নির্মাণের। কিন্তু পৌর কর্তৃপক্ষ সেদিকে নজর না দিয়ে মন্ত্রীর আগমন ঘিরে মাত্র তিন কিলোমিটার রাস্তার খানা-খন্দক মেরামত করছে নিম্নমানের ইটের খোয়া দিয়ে।  

জানতে চাইলে মুঠোফোনে সৈয়দপুর পৌরমেয়র রাফিকা আকতার জাহান বলেন, রাস্তাটি চলাচলের উপযোগী করা হচ্ছে।

টিএইচ