বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সৈয়দপুর পৌরসভায় রাস্তার কাজের উদ্বোধন করলেন মেয়র

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর পৌরসভায় রাস্তার কাজের উদ্বোধন করলেন মেয়র

নীলফামারীরর সৈয়দপুর পৌরসভার করোনাকালিন লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরপি) ১১টি প্যাকেজের আওতায় ডাব্লু  ১২ প্যাকেজে ১৪-১৫নং ওয়ার্ডে ৩ টি রাস্তা একটি আরসিসি ড্রেনের বরাদ্দ ধরা হয়েছে ১৪ লাখ ৬২ হাজার টাকা। 

ওয়াবদা মোড় সংলগ্ন মোতালেব শাহ বাড়ি থেকে হামিদের বাড়ি পর্যন্ত ১৩৩ মিটার গলি রাস্তা সিসি ঢালাই বরাদ্দ ৮ লাখ ৬০ হাজার টাকা। গোলাহাট রায়পাড়া ৮০ মিটার সিসি ঢালাই বরাদ্দ দেয়া হয়েছে ৮ লাখ ৪১ হাজার টাকা। গলি সড়কগুলো রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করছেন পৌরমেয়র রাফিকা আকতার জাহান। 

সোমবার (২১ আগস্ট) উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন, ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন হোসেন, মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলামসহ স্থানীয় সুধীজন।

মেয়র বলেন, সৈয়দপুর পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হওয়ায় দ্রুত সংস্কার করার জন্য পরিকল্পনা করা হয়েছে। আশা করি দ্রুত রাস্তাগুলোর কাজ বাস্তবায়ন হলে জনসাধারণের চলাচলের কোন ভোগান্তি থাকবে না এবং ওয়ার্ডের পানি নিষ্কাশনে কাজ করছি।

জানা যায়, (এলজিসিআরপি) প্রকল্পে আওতায় কাজগুলো হবে। প্রকল্পের পুরো টাকা ধাপে ধাপে দেয়া হবে। পরে মেয়র রাফিকা আকতার জাহান বাঁশবাড়ী ও গোলাহাট এলাকার বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। ওয়ার্ডবাসীর সাথে কথা বলেন এবং খুব শিগগিরই ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু হবে বলে জানান। 

এই প্রজেক্টের আওতায় ১২টি গ্রুপে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে দুইটি করে আধুনিক ডাস্টবিন নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কার করা হবে। এতে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র রাফিকা বলেন, কিছু জটিলতার কারণে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এখন সে সমস্যা আর নেই। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে উন্নয়ন কাজ। সেই সাথে শহরের প্রধান প্রধান সড়কগুলো নির্মাণ ও মেরামত কাজ শুরুর বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব কাজের বিপরীতে অনুমোদন এলেই সড়কগুলোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। 

টিএইচ