বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

ফেনীর সোনাগাজী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোনাগাজী উপজেলা ভিডিও কনফারেন্স হলে মঙ্গলবার (২৯ আগস্ট) সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা আ.লীগ সভাপতি প্রফেসর মফিজুল হক, সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলার অপরাধ চিত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি রোধ, ১/২/৩ ফসলী কৃষি জমির টপসয়েল কাঁটা বন্ধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে আলোচনা ও সিদ্বান্ত হয়।

টিএইচ