বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সোনাগাজী টিসিবি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজী টিসিবি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

ফেনীর সোনাগাজী পৌরসভাধীন টিসিবি (ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ) কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সোনাগাজী পৌরমেয়র ও উপজেলা আ.সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন।

সোমবার (২৮ আগস্ট) সোনাগাজী পৌর অডিটোরিয়ামে পৌরমেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা আ.লীগ সভাপতি প্রফেসর মফিজুল হক, বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম, কাউন্সিলর শেখ কলিমুল্লাহ রয়েল, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর আইয়ুব খাঁন, কাউন্সিলর মোস্তফা মিয়া, কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, কাউন্সিলর হেদায়েত উল্যাহ পাটোয়ারি, কাউন্সিলর নাজিম উদ্দিন, মহিলা কাউন্সিলর মর্জিনা আক্তার আঁখি, মহিলা কাউন্সিলর তাছলিমা আক্তার, পৌর কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।

সোনাগাজী পৌরসভাধীন প্রায় ১৬০০ টিসিবি কার্ডধারির তথ্য হালনাগাদ হবে।

টিএইচ