বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সোনাতলা প্রেস ক্লাবে হামলা-অগ্নিসংযোগ 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলা প্রেস ক্লাবে হামলা-অগ্নিসংযোগ 

বগুড়ার সোনাতলা প্রেস ক্লাবে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা প্রেস ক্লাব ভবনের তালা ভেঙে ব্যাপক ভাঙচুর করে। 

ভাঙচুরে লণ্ডভণ্ড হয়ে যায় প্রেস ক্লাবের দুটি কম্পিউটার, প্রিন্টার, ফাইল ক্যাবিনেট, চেয়ার-টেবিল, টেলিভিশনসহ অন্যসামগ্রী। হামলাকারীরা ভবনে থাকা সাংবাদিক আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে। 

এ বিষয়ে সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন বলেন, প্রেস ক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এর সঙ্গে কারো শত্রুতা থাকার কথা না। তারপরেও কেনো এ হামলা হলো। 

হামলা করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারা এ ধরনের ঘটনা ঘটাইছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

টিএইচ