মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সোনারগাঁওয়ে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁওয়ে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের প্রধান জাহাঙ্গীর আলম ও জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল জলিলসহ তার সঙ্গীয় পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, সামনে রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চোর চক্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহাসড়কে গরু চুরির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪/৫টি চুরির মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তার চোর জাহাঙ্গীর আলম সোনারগাঁও উপজেলার মান্দারপাড়া গ্রামের আম্ভর আলীর ছেলে ও জোবায়ের হোসেন একই এলাকার হালিম মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার ওসি এম এ বারী জানান, আন্তঃজেলা চোর চক্রের ২ প্রধান ২ চোরকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ