নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের প্রধান জাহাঙ্গীর আলম ও জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল জলিলসহ তার সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, সামনে রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চোর চক্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহাসড়কে গরু চুরির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪/৫টি চুরির মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তার চোর জাহাঙ্গীর আলম সোনারগাঁও উপজেলার মান্দারপাড়া গ্রামের আম্ভর আলীর ছেলে ও জোবায়ের হোসেন একই এলাকার হালিম মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার ওসি এম এ বারী জানান, আন্তঃজেলা চোর চক্রের ২ প্রধান ২ চোরকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
টিএইচ