বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠি নলছিটিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান। 

গ্রেপ্তার মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন।
 
মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে গত রোববার ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মাদরাসায় গেলে ঘরে কেউ না থাকায় একা পেয়ে মজিবর তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পিছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলা হওয়ার পর রোববার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) আসামিকে ঝালকাঠি  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ