গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রায়হান মিয়া (৪০) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রায়হান মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত ছামছুল হকের ছেলে। স্বজনরা জানায়, রায়হান মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়। এর একপর্যায়ে অভিমানে গত শনিবার রাতে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঝুলন্ত রায়হানকে এলাকাবাসী উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। রায়হান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বনগ্রাম ইউপি সদস্য শাহীন মিয়া বলেন, তিনি কি কারণে গলায় ফাঁস দিয়েছেন সেটি জানা নেই।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রায়হান মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট শেষে রোববার (৮ ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।
টিএইচ