মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

স্ত্রী হত্যামামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী ১৪ বছর পর গ্রেপ্তার

বরিশাল ব্যুরো  

স্ত্রী হত্যামামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী ১৪ বছর পর গ্রেপ্তার

১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলনা স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলামের। গত সোমবার রাতে তাকে পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ সিপিএসসি’র সদস্যরা। গ্রেপ্তার মো. নজরুল ইসলাম পিরোজপুর জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে। 

মঙ্গলবার (১৯ মার্চ) বিষয়টি জানান র্যাব-৮ এর মিডিয়া সেল। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা নামক স্থানের একটি ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

যে ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যামামলা করেন। এদিকে উদ্ধার হওয়া মরদেহটি গ্রেপ্তার সাজাপ্রাপ্ত নজরুল ইসলামের স্ত্রী নাসিমার বলে শনাক্ত করা হয়। আর নাসিমার মৃত্যুর ঘটনার সঙ্গে স্বামী নজরুলের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 

পাশাপাশি ২০১ ধারায় ০৭ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে নজরুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত ওই সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

র্যাব জানায়, র্যাব-৮, সিপিএসসি, বরিশাল ছায়াতদন্ত করে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

টিএইচ