সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেয়ায় লক্ষ্মীপুরে আ.লীগের ৯ নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর প্রতিনিধি 

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেয়ায় লক্ষ্মীপুরে আ.লীগের ৯ নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে অংশ নেয়ায় থানা আ.লীগের ৯ নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন চন্দ্রগঞ্জ থানা আ.লীগ।

চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সূত্রে জানানো হয়, গত মঙ্গলবার চন্দ্রগঞ্জ আ.লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সহ-সভাপতি অহিদুর রহমান বেগ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নাছির পাটওয়ারী, সংস্কৃতি বিষয়ক সম্পাাদক হুমায়ূন কবির, থানা আ.লীগের সদস্য ও হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল পাটওয়ারী, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও থানা আ.লীগের সদস্য নুরুল আমিন, মান্দারী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, সদস্য লোকমান মাস্টারসহ ৯জনকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আ.লীগের গঠনতন্ত্রের ধারা মোতাবেক এই অব্যহতি দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে একই অভিযোগে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদ প্রভাষককেও অব্যহতি দেয়া হয়েছিল। 

উল্লেখ্য; অব্যাহতি পাওয়া ব্যক্তিরা লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর পক্ষে নির্বাচনি কার্যক্রম না করে এ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকার মোহাম্মদপুর থানা আ.লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের পক্ষে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। 

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সহ-সভাপতি অহিদুর রহমান বেগ বাবলু বুধবার (২৭ ডিসেম্বর) বলেন, দলীয় সভানেত্রী স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের কোনভাবেই যেন হয়রানি না করা হয় তার নির্দেশ দিয়ে যাচ্ছেন। এরপরও চন্দ্রগঞ্জ থানা আ.লীগ কেন্দ্র ও জেলা আ.লীগের মতামত না নিয়ে সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিকভাবে আমাদেরকে দল থেকে অব্যহতি প্রদানসহ নানাভাবে হয়রানি করে যাচ্ছেন। আমরা এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রে জানাবো।

টিএইচ