বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘স্বাধীনতা নস্যাৎকারী কোন ব্যক্তির জন্ম-মৃত্যুদিন আর পালন হবে না’ 

ময়মনসিংহ প্রতিনিধি

‘স্বাধীনতা নস্যাৎকারী কোন ব্যক্তির জন্ম-মৃত্যুদিন আর পালন হবে না’ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, দেশের মানুষের স্বাধীনতা নস্যাৎকারী কোন ব্যক্তির মৃত্যু বা জন্মদিন আর বাংলাদেশে পালন করা হবে না। 

আগামী ১৭ আগস্ট পর্যন্ত সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলবে। রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করা হবে এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।    

মঙ্গলবার (১৩ আগস্ট) ময়মনসিংহ নগরীর টাউন হলে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি একথা বলেন।

ওয়াহাব আকন্দ আরও বলেন, গত ৫ আগস্টের আগে দেশে ৯০ ভাগ মানুষ আ.লীগ ছিল। ৫ আগস্টের পর বিএনপি হয়ে গেছে ১১০ ভাগ। এটা খুবই চিন্তার কারণ। গত ১৭ বছর যারা জীবনবাজি রেখে দলের কাজ করেছেন। তাদের বাইরে নতুন বিএনপির দরকার নেই। তবে আমাদের নেতা তারেক রহমান সময়মত বিএনপির দরজা খুলে দিবে।

ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য দেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক লিটন আকন্দ, বিএনপি নেতা সৈয়দ শরীফ, শরাফ উদ্দিন কোহিনুর, হেলাল আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতারা।

টিএইচ