বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

স্বামীর লাশ হাসপাতাল ফটকে রেখে পালালো স্ত্রী

ধুনট (বগুড়া) প্রতিনিধি

স্বামীর লাশ হাসপাতাল ফটকে রেখে পালালো স্ত্রী

স্বামীর লাশ হাসপাতালের ফটকে ফেলে রেখে স্ত্রী পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে এ ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার সূত্রে জানা যায়।

জানা যায়, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বজরুজামালপুর গ্রামের মুন্টু আকন্দের ছেলে শফিকুল ইসলাম বগুড়ার ধুনট উপজেলার কাদাই গ্রামের উত্তরপাড়া এলাকার জনৈক আফতাব হোসেনের মেয়ে শ্যামলী খাতুনকে বিয়ে করে। 

কাদাই গ্রামে ওই বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশিরা জানান, ঘটনার দিন বৃহস্পতিবার জামাই শফিকুলের সাথে স্ত্রী শ্যামলী খাতুনের সাংসারিক বিষয়ে ঝগড়া হয়। এর এক পর্যায়ে শফিকুল ইসলাম গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে স্ত্রী শ্যামলী খাতুন স্বামী শফিকুলকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। 

এদিকে মৃত শফিকুল ইসলামের ভাই রফিকুল ইসলাম জানান, শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে বেশকিছু টাকা পায় শফিকুল। এই টাকা চাইতে গেলে তার শশুরবাড়ির লোকজন কৌশলে শফিকুলকে তরলজাতীয় কোনো কিছু পান করিয়েছে বলে ধারনা করছি। 

যার বিষক্রিয়ায় শফিকুল অসুস্থ হয়ে মারা যায়। পরে চিকিৎসার নামে হাসপাতালের গেটে লাশ ফেলে পালিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় থানায় মামলা করবেন বলেও এক প্রশ্নের উত্তরে তিনি জানান।

এ ঘটনায় ধুনটের ওই এলাকার ইউপি সদস্য জিয়াউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় ধুনট থানা ওসি রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হয়। তিনি বিষয়টি অবগত আছেন মর্মে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর হয়েছে বলে জানান। ময়নাতদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টিএইচ