বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে সমস্যা সমাধানে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে সমস্যা সমাধানে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য যা যা দরকার তা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসাপাতাল উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে যে সব সমস্যা আছে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এর জন্য কাজ করছি।’

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ, জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

সরকারি ও বেসরকারি উদ্যোগে ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা।

টিএইচ