বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

স্বৈরাচারী শাসনের পতন  হয়েছে : ওয়াহাব আকন্দ 

ময়মনসিংহ প্রতিনিধি

স্বৈরাচারী শাসনের পতন  হয়েছে : ওয়াহাব আকন্দ 

দীর্ঘদিন জুলুম শোষণ নির্যাতন ও স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করে মানুষের জনসমর্থন হারিয়েছেন শেখ হাসিনা এ মন্তব্য করেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। ওয়াহাব আকন্দ বলেন, জনগণের জানমালের নিরাপত্তাসহ মানুষের অধিকার নিশ্চিত করতে  আমাদের দলের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। 

ময়মনসিংহ নগরীর আকুয়া মড়ল পাড়া ২৭নং ওয়ার্ডে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্র মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল গণসমাবেশের আয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন সাবেক নগর যুবদলের সহ-সভাপতি তিতুমীর সরকার। সমাবেশে বক্তব্য দেন নগর কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, যুবদলনেতা খন্দকার মাসুদসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,  কৃষকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

টিএইচ