শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

স্মার্ট ক্লিনিক হিসাবে নির্বাচিত কালীগঞ্জের তেলেখালি কমিউনিটি 

কালিগঞ্জ (সাতক্ষীরা)  প্রতিনিধি

স্মার্ট ক্লিনিক হিসাবে নির্বাচিত কালীগঞ্জের তেলেখালি কমিউনিটি 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিকে ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে।  সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবিরের নির্দেশক্রমে কালিগঞ্জ উপজেলায় ‘স্মার্ট ক্লিনিক’ হিসেবে তেলিখালী কমিউনিটি ক্লিনিক  নির্বাচিত করা হয়েছে। 

তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ জানান, গত জুন মাসে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. মিরাজ হোসেন খান, ও রতনপুর ইউপির চেয়ারম্যান আলিম আল রাজি টোকন তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। 

এবং রতনপুর ইউনিয়নের শেষ সীমানায় পল্লী গ্রামে তেলিখালী কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে তেলিখালী কমিউনিটি ক্লিনিকে দুইজন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন, বৃক্ষরোপণ কর্মসূচি, জাতীয় শোক দিবস পালন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা, কফ পরীক্ষা করাসহ নিয়মিত এলাকার রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করে আসছে।

পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার কালিগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেন খান তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষের কাছে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এজন্য তেলিখালী সিসির পক্ষ হতে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বীকার করেন। 

ক্লিনিকের সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ আরো জানান, ওই টাকা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তেলেখালি স্মার্ট কমিউনিটি ক্লিনিকের জায়গায় প্রাচীর নির্মাণের কাজটি সম্পুর্ণ হবে।

টিএইচ