বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
উজিরপুরে নৌকার পক্ষে গণসংযোগ 

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই : হাশেম রেজা

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই : হাশেম রেজা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কুড়ুলগাছিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক জননেতা হাশেম রেজা উজিরপুরসহ কয়েকটি এলাকায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে পথসভা ও নৌকার পক্ষে গণসংযোগ করেন। 

এ সময় আওয়ামী লীগ নেতা হাশেম রেজা জনতার উদ্দেশে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। শেখ হাসিনা সরকারে থাকায় আজ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে, দেশেরও প্রভূত উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

‘বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সুনামও অক্ষুণ্ন থাকবে’— বলেন হাশেম রেজা

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সামনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের মাঝেও শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন বলেই আজ বিশ্বনেতারা তার প্রশংসায় পঞ্চমুখ। সবাই তাকে দেখছেন অনুপ্রেরণা হিসেবে।

হাশেম রেজা সমবেত সুধী ও কর্মী-সমর্থকের উদ্দেশে দৃঢ়তার সঙ্গে বলেন, আপনারা আবারও দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হানিনাকে জয়যুক্ত করুন। বিনিময়ে আপনারা পাবেন সমৃদ্ধ ও নিরাপদ দেশমাতৃকা। যে দেশ নিয়ে অবশ্যই আপনারা গর্ববোধ করতে পারবেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন নৌকার কর্মী-সমর্থক সৌরভ, রকি, শুভ, আল-আমিন, রন্জু, আশরাফুল মেম্বার, দেলোয়ার, সাইদুর, পিন্টু বাবুসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টিএইচ