বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’

লালমোহন (ভোলা) প্রতিনিধি  

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’

ভোলার লালমোহনে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১০ জুলাই) শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর বাস্তবায়নে হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউট হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। 

পরে উপজেলা পরিষদ চত্বরে ২৫১ শিক্ষার্থীদের মধ্যে ট্যাব ও লালমোহন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন এবং চেক বিতরণ করেন তিনি।

পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকরা আইসিটি প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে আগামীর স্মার্ট সিটিজেন তৈরি করবেন। 

উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ নুরুল আমিন শাহজাহান খাঁন, আইসিটি কো অর্ডিনেটর মো. সালাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকরা।

টিএইচ