বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

স্যার না বলায় সাংবাদিকের ওপর চটলেন প্রিসাইডিং অফিসার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

স্যার না বলায় সাংবাদিকের ওপর চটলেন প্রিসাইডিং অফিসার

স্যার না বলায় সাংবাদিকের ওপর চটলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে নীলমণিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতিকুর রহমান। এছাড়া কেন্দ্রের বাইরে ভোটারদের ভিডিও সংগ্রহের সময় বাধা দেয়ার অভিযোগ উঠে। মঙ্গলবার (২১ মে) নীলমণিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সংবাদকর্মী নাগরিক টেলিভিশন ও জাগো নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক বলেন, আমি এই কেন্দ্রের ভোটার। আমি প্রথমে ভোটার হিসেবে ভোট প্রয়োগ করি। এ সময় আমার ক্যামেরাপারসন সাকিব আল হাসান কেন্দ্রের বাইরের ফুটেজ সংগ্রহ করছিলেন। এতে প্রিসাইডিং কর্মকর্তা বাধা প্রদান করেন। 

পরে আমি সংবাদকর্মী পরিচয় দিয়ে ভাই সম্বোধন করি। এ সময় তাকে স্যার না ডাকায় তিনি চটে যান। এটা দুঃখজনক ঘটনা। এরপর আমি রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি। এ বিষয়ে প্রিসাইডিং অফিসার আতিকুর রহমান বলেন, আমি এখন ভোটের কাজ করছি। পরে ফ্রি হলে আপনাকে কল দেব।

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, আমরা এ বিষয়টি অবহিত হয়েছি। ওই প্রিসাইডিং অফিসারকে মেসেজ দেয়া হয়েছে। উনি ভবিষ্যতে এরকম করবেন না।

টিএইচ