সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সড়কে ঝরল বাবা-ছেলেসহ সাত প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল বাবা-ছেলেসহ সাত প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রংপুরের পীরগঞ্জে পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন, মেহেরপুরে এক নারী, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একজন, চট্টগ্রামের ফটিকছড়িতে একজন ও ফরিদপুরে এক গৃহবধূ নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রংপুর : রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন ও তার আড়াই বছর বয়সী শিশুপুত্র ইশরাত ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার বিষয়টি জানিয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ জানান, মহাসড়কের বিশমাইল নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগের ডান দিক দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।  এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতের মধ্যে প্রাথমিক চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে ফিরলেও পীরগঞ্জ উপজেলার ইমু ও মিলন, বগুড়ার সান্তাহারের মাহাফুজা ও মাইশা, নিহত শিশুর মা হাতীবান্ধার সাবিনাসহ ৫ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকার আব্দুল খালেক ও বগুড়ার শামীমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সোলায়মান শেখ। অন্যদিকে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কে টুকুরিয়ার মোনাইল নামকস্থানে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় শাহাজাদী বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বড় আলমপুরের শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হন। মোনাজ্জল মাস্টার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মণ্ডলপাড়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম।

মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গরু বহনের একটি যানের ধাক্কায় বুড়ি খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বুড়ি খাতুন গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামের মোতলেব হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, বুড়ি খাতুন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বামন্দী থেকে গাংনীগামী একটি গরু বহনের অবৈধ যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই যানটি আটক করে। তবে পালিয়ে যানের চালক। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এর চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়ি খাতুন দীর্ঘদিন থেকেই মানসিক প্রতিবন্ধী। বিভিন্ন সময়ে রাস্তাঘাটে তাকে ঘুরে বেড়াতে দেখা যেত।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবা উপজেলার সৈয়দাবাদ-কুল্লাপাথর সড়কের আড়াইবাড়ি নামক স্থানে সাইকেল আরোহী ৫ম শ্রেণির ছাত্র ইমরুল কায়েস (১১) লেগুনায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। লেগুনায় ধাক্কা খেয়ে সিয়াম (১৬) নামক এক কিশোর গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৭ জুলাই) বেপরোয়া লেগুনাটি সাইকেল আরোহী ইমরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরদিকে সিয়াম আহত হয়। এদের কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমরুলকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরুল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানি গ্রামের ইমতিয়াজ মিয়ার পুত্র। সে কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামে মামা তানভির হুজুরের বাড়িতে থেকে আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র। কসবা থানার ওসি রাজু আহম্মেদ জানান, লেগুনাটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ির ধলই ইউনিয়নের শাহজাহান শাহ মাজার গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. মুছা (৫৫) পৌরসভার ১নং ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মো. হাফেজের ছেলে। গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে টমটমের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন ছিল মো. মুছার ছেলে সায়েম। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মো. মুছার মৃত্যু হয়। এসময় আহত হয় ছেলে। নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। 

ফরিদপুর : ফরিদপুরে সাতসকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় সুফলা দাস (৩৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) শহরের মামুদপুর বিসমিল্লাহ শাহ দরগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফলা জেলা শহরের দেওড়া এলাকার গৌতম দাসের স্ত্রী। নিহতের স্বামী গৌতম দাস জানান, তার স্ত্রীর ডায়াবেটিক থাকায় তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। শনিবার (২৭ জুলাই) হাঁটতে বের হলে বিসমিল্লাহ শাহ দরগার সামনে একটি ট্রাক পেছন থেকে তার স্ত্রীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ