শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

সড়কে ঝরল সাত প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল সাত প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোপালগঞ্জে দুই শিক্ষার্থী, কুমিল্লায় দুজন, ঈশ্বরদীতে এক যুবলীগ নেতা, গাজীপুরের কালীগঞ্জে একজন, নওগাঁর পত্নীতলায় এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— 

গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ স্কুল শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে আরেক শিক্ষার্থী। নিহতরা হলো- মোটরসাইকেল চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খেয়া ঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে একই মোটরসাইকেলে তিন বন্ধু খালিয়া হতে দুর্গাপুর বাজার যাওয়ার পথে মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরতঃ চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস মারুফ শেখ ও বুলবুল ফকিরকে মৃত ঘোষণা করেন। অপর আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা : কুমিল্লায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই মোটরসাইকেলের আরোহী। কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভৈষকোপিয়া এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লাকসাম উপজেলার গোমতী এলাকার তাবারক উল্লাহ মালু এবং একই উপজেলার উত্তর কোনো এলাকার বাসিন্দা মাসুদ। হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে একটি মাহফিলে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ভৈষকোপিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। একজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া। পুলিশের এই কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল এবং ট্রাক দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল। সে কারণে এ সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাবনা : পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।  গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী পৌর শহরের রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তানভীর উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ার মঈন উদ্দিন বিশ্বাসের ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহতের ভাই রূপসী বাংলা ক্লিনিকের মালিক শিমুল বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগর সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান রুবেল। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় রুবেল বিশ্বাসের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে টঙ্গী- ঘোড়াশাল সড়কে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার এসআই হায়াতুর রহমান জানান, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকার দিকে এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ঘোড়াশালের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও পিকআপটি টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা এলাকায় পৌঁছায়। এ সময় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলে পিকআপ চালক সেলিম মিয়া মারা যান। সেলিম মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ এবং মরদেহ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

পত্নীতলা (নওগাঁ) :  নওগাঁর পত্নীতলায় দ্রুত গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহীন হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরশীন মোড়ে শিশুটি রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। নিহত মাহীনের গ্রামের বাড়ি উপজেলার ঘোষনগর ইউনিয়নের চকখান্দই গ্রামে ও তার বাবার নাম সানোয়ার হোসেন। এ ঘটনা নিশ্চিত করেন পত্নীতলা থানার ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান।

টিএইচ