শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সড়কে ঝরল ১২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল ১২ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় দুজন, টাঙ্গাইলের কালিহাতীতে দুজন, চট্টগ্রামের হাটহাজারীতে দুজন, যশোরে পৃথক স্থানে দুজন, ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রী, বাগেরহাটের রামপালে স্কুল শিক্ষার্থী ও সিলেটের গোয়াইনঘাটে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— 

কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি  সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষিকা হেলেনা পারভীন (৪৫) ও শাওন হোসেন (১৮) নামের এক ট্রলি চালক নিহত এবং শাওনের সহকারী রাজু আহত হয়েছে। নিহত শিক্ষিকা হেলেনা পারভীন যশোর জেলার শার্শা উপজেলার সাতমাইল এলাকার মিজানুর রহমানের স্ত্রী এবং স্থানীয় সাতমাইল মাদ্রাসার শিক্ষিকা। এছাড়া নিহত শাওন একই উপজেলার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও আহত সহকারী রাজু পশ্চিম কোটা গ্রামের হবিবর রহমান হবির ছেলে। 

প্রত্যক্ষদশীরা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় কলারোয়ায় দেবরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে স্বামীর মোটরসাইকেলে পার্শ্ববর্তী বাগআঁচড়ার সাতমাইলে নিজের বাড়িতে ফিরছিলেন হেলেনা পারভীন। পথিমধ্যে কলারোয়ার হেলাতলা নামক স্থানে আকস্মিকভাবে মোটরবাইক থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  অপর দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৫ মে) সকালে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাগআঁচড়া থেকে শাওন ট্রলি নিয়ে সাতক্ষীরার দিকে যাওয়ার পথে কলারোয়া পৌর সদরের পাওয়ার হাউজের কাছে পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ট্রলি চালক ও তার সহকারী গুরুতর আহত হয়। পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাওন মারা যায়। আহত রাজুকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি। কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম পৃথক পৃথক দুর্ঘটনায় তিনজনের হতাহতের বিষয়টি জানিয়েছেন।

কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) বঙ্গবন্ধু সেতু  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চালক নিহত আলমগীর হোসেন যশোর জেলার বাসিন্দা। তবে নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, শনিবার (২৫ মে) উত্তরবঙ্গ থেকে আসা  ঢাকাগামী একটি লরি ঘটনাস্থলে পৌঁছলে ঢাকামুখী অপর একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, কালিহাতী উপজেলার ভূঞাপুর লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে অন্তত ৮জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আব্দুল মোতালেব (৬৮) ও আফছার (৫০) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২৫ মে) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের দক্ষিণে মইগ্গেরহাট এলাকার মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়ক অবরুদ্ধ করে দেয় উপস্থিত জনতা। নিহত আব্দুল মোতালেব উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মোহছেনা পাড়ার মৃত আলী হোসেনের পুত্র এবং আফছার একজন প্রবাসী। সে উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর এলাকার মৃত সমসুর পুত্র। এ দুর্ঘটনায় মোহাম্মদ শাহাদাত (২৯) ও নূর মোহাম্মদ (২৮) নামে আরো দুই গুরুতর আহত হয়েছে। আহত অটোরিকশাচালক শাহাদাত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মোহাম্মদ ইয়াসিনের পুত্র এবং প্রবাসী নূর মোহাম্মদ পার্শ্ববর্তী উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসহাক মিয়ার পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, চট্টগ্রামমুখী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকে গিয়ে একটি জীপগাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা নাজিরহাটমুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় চালক ও আরেক যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি সেবাপ্রদান কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অটোরিকশা চালক শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হলেও যাত্রী নূর মোহাম্মদ সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে নাজিরহাট হায়ওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে। সেই সঙ্গে জাহিদুল ইসলাম নামে বাস চালককে আটক করি। সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

যশোর: যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক রবিউল ইসলাম। শনিবার (২৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট গ্রামের ফটিক আলীর ছেলে। ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রড বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। পথিমধ্যে সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

সকালে পথচারীদের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে অংশ নেয়। তারা ট্রাকের নিচ থেকে অচেতন ট্রাকের চালক রবিউল ইসলামকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত শুক্রবার রাতে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার দরগা গোয়ালা নামাজ স্থানে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল  আরোহী ঝিকরগাছার দত্তপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে অঞ্জনা (১৮) নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আব্দুল্লাহ (১৭) নামে এক যুবক আহত হয়। আহত আব্দুল্লাহ যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় মেয়ের নাতনীর বাড়িতে বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকার বিডিআর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালমেঘা এলাকার মৃত রহমান মুন্সির ছেলে আক্কাস আলী দেওয়ান (৮০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৭০)। তারা ভালুকা আমতলী এলাকায় মেয়ের ঘরের নাতনীর বাসায় বেড়াতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায় নিহত স্বামী-স্ত্রীর মেয়ের ঘরের নাতনী বসবাস করতেন।

ঘটনার দিন তারা নিজ এলাকা থেকে আমতলী এলাকায় নাতনীর বাসায় বেড়াতে এসে রাত ১১ টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়ক পারাপারের সময় শাহজালাল পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসলে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুুটি হস্তান্তর করা হয়। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

রামপাল (বাগেরহাট) : বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৫ মে) রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে ও পাশ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার (২৫ মে) সকালে মায়ের সঙ্গে প্রাইভেট পড়ার জন্য হেটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে ঘাতক পিকআপ এসে শোভাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় শোভা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিকআপটি হেফাজতে নেয়। নিয়ন্ত্রণহীন পিকআপ চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

গোয়াইনঘাট (সিলেট) : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) জাফলংয়ের কালিনগর বাজারের রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার কালিনগর এলাকার আব্দুস শুকুরের বাক প্রতিবন্ধী ছেলে মো. আশিক মিয়া (১৮)। সে ওই মাহিন্দ্রা গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ মে) উপজেলার কালিনগর বাজারের রাস্তার পাশে বালু আনলোড করার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বাক প্রতিবন্ধী মো. আশিক গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। গোয়াইনঘাট থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ