‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এ স্লোগান নিয়ে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা খানমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের প্রসিকিউশন ইনচার্জ সাদ্দাম হোসেন, জেলা ট্রাফিক বিভাগের কে এম রহমান, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক রুহুল আমিনসহ অন্যরা।
সভায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে সড়কে সতর্কভাবে চলাচলের জন্য সড়কে দুর্ঘটনা এড়াতে প্রজেক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনার সচিত্র চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়।
টিএইচ