বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সড়ক দুর্ঘটনায় নতুন বরের মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি 

সড়ক দুর্ঘটনায় নতুন বরের মৃত্যু 

হাতে এখনো মেহেদীর রং শুকাইনি। নববধূ জেমি আক্তারকে রাতে বিয়ে করে ঘরে নিয়ে আসেন জাকারিয়া। ভোরে নতুন বউয়ের জন্য বাজার করতেও যান তিনি। কিন্তু কে জানত, এই যাওয়ায় শেষ যাওয়া। না ফেরার দেশে পাড়ি জমাবে জাকারিয়া। 

এমন হূদয়বিদারক ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাড়াইল কুটিপাড়া গ্রামে। মঙ্গলবার (২৯ আগস্ট) বগুড়া জেলার কাহালু উপজেলার বারো মাইল নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকারিয়ার মৃত্যু হয়েছে। 

নিহত জাকারিয়া হলেন- ক্ষেতলাল উপজেলার বড়াইল কুঠিপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত জাকারিয়া পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত সোমবার রাতে পারাবারিকভাবে ক্ষেতলালের বুড়াইলের গ্রামের আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে বিবাহ সম্পন্ন করে রাতেই বউ নিয়ে বাড়ি ফিরেন। ভোরে নতুন বউয়ের জন্য বাজার করতে দুপচাচিয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।

কাহালু থানার ওসি মাহামুদ হাসান বলেন, নিহত ওই যুবক মোটরসাইকেল নিয়ে বারো মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

টিএইচ