সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সড়ক দুর্ঘটনায় মৎস্য কর্মকর্তা নিহত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় মৎস্য কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম (৫৯) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি চলতি বছরের ১৮ এপ্রিল দশমিনায় মৎস্য কর্মকর্তা হিসেবে (চলতি দায়িত্ব) যোগদান করেন। তার বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে। 

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম গত ২২ অক্টোবর নদীতে অভিযান শেষে অফিসিয়াল কাজে দশমিনা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। ওইদিন দুপুরে পটুয়াখালী যাওয়ার সময় দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। 

পরে, অনেকদিন কোমায় থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (৮ নভেম্বর) জানাজার নামাজ শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার আগের দিন পর্যন্ত নদীতে নিষেধাজ্ঞা শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় প্রভাবে মানসিক চাপে ছিলেন। মো. নুরুল ইসলাম দশমিনায় যোগদানের কয়েকদিনে সৎ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেন।

টিএইচ