শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী শ্যালক দুলাভাইয়ের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী শ্যালক দুলাভাইয়ের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী শ্যালক ও দুলাভাইয়ের  মৃত্যু হয়েছে। ওমরাহ শেষে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে গত শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, সাগর জোমাদ্দার (২৪) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামের মোতাহার জোমাদ্দারের ছেলে আর মোজাম্মেল হোসাইন (৪৫) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। তারা সম্পর্কে শ্যালক দুলাভাই।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়ে এখন তাদের দেশে ফিরতে হচ্ছে লাশ হয়ে। লাশ দ্রুত ফেরত আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। 

জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) তারা সৌদির আলগাছিমের উনাইয়া থেকে মদিনায় মোহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করতে যান। রওজা শরিফ জিয়ারত শেষে গত শনিবার (২৫ মার্চ) রাতে মক্কার উদ্দেশে রওনা হন তারা। এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহত সাগর জোমাদ্দারের বাবা  মোতাহার জোমাদ্দার বলেন,‘ তার আদরের সন্তান বাড়িতে আসার জন্য টাকা জমিয়েছিলো। সে টাকা দিয়ে বাড়িতে আসার সময় অনেক কিছু নিয়ে আসার কথা ছিলো। এখন তা দিয়ে আর কি হবে।’  

বেতাগী ইউএনও মো. সুহূদ সালেহীন বলেন,  নিহত দুই প্রবাসীর লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টিএইচ