মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

হজের খরচ কমিয়ে আগামীকাল প্যাকেজ ঘোষণা : ধর্ম উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

হজের খরচ কমিয়ে আগামীকাল প্যাকেজ ঘোষণা : ধর্ম উপদেষ্টা

আমার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। এবার হজের খরচ কমছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে হজের প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার সকালে দিনাজপুরের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলায়তনে প্রশিক্ষণরত ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইমাম সাহেবরা দেশ ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সমাজ থেকে মাদকসহ সব অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে ইমাম সাহেবরা সামাজিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মনুষের অন্তরের রোগ নির্মূল করতে যেমন ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তেমনি হিংসা, লোভ, দূর করতে ধর্মীয় অনুশাসনের প্রয়োজন রয়েছে। ইসলাম যে শান্তির ধর্ম তা সাধারণ মানুষের মাঝে প্রচার করার দায়িত্ব ইমাম সাহেবদের। বর্তমানে ইমাম ওলামাদের সহযোগিতায় ইসলামি নিয়ম-নীতি বোঝায় রেখে বিনা বাধায় সবাই ধর্ম পালন করছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিনা সুদে ঋণ প্রদান করা হচ্ছে। ইমামদের উন্নয়নে আমরা ‘ইমাম’ নামের মিনারেল ওয়াটারের একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।

ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন- ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মো. আলমগীর হায়দার।

টিএইচ