সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা অধ্যক্ষ ওলামালীগের সভাপতি বিগত সরকারের আমলে অবৈধভাবে নিয়োগ পান শাহাব উদ্দিন। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি হলেও বীরদর্পে চাকরি করে যাচ্ছেন। 

শাহাব উদ্দিনের অপসারণ দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রাক্তন শিক্ষার্থীরা অ্যাড. রহমতে এলাহির সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

এতে বক্তব্য দেন, মির্জা ফয়সল, সুমন মিয়া, ইকবাল আহমেদ, ছালেহ আহমেদ, মাহফুজ মিয়া। সভা শেষ জেলা প্রশাসকের নিকট এক স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপির পরিপ্রেক্ষিতে জানা যায়, শাহাব উদ্দিন কামিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী ও শিক্ষকরা তার রোষানল থেকে বাঁচতে পারেনি। 

কেও কোন অন্যায়ের প্রতিবাদ করলে, তাকে  নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানি করা হতো। 

টিএইচ