বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান 

হবিগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিচ্ছন্ন অভিযান বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। 

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল হক খাঁন, হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক আসাদুজ্জামান কাউছারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
 
তারুণ্যের উৎসব উপলক্ষে হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ শূন্যের কোটায় নিয়ে আসতে সবার সহযোগিতা চান জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।

জেলা প্রশাসক, হবিগঞ্জের সমন্বয়ে জেলার সর্বস্তরের মানুষকে নিয়ে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা ও বর্জ্য অপসারণ করা হয়েছে।

টিএইচ