বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 

হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (৪ সেপ্টেম্বর) নবাগত পুলিশ সুপার মো. রেজাউল হক খানের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাসসুল হক (প্রশাসনও অর্থ)। 

এসময় পুলিশ সুপার সাংবাদিক নেতাদের নিকট থেকে হবিগঞ্জের আইন শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে জানতে চান। সাংবাদিক নেতারা পুলিশ সুপারকে বিভিন্ন বিষয়ে অবগত ও পরামর্শ দেন।  

পরে পুলিশ সুপার তার বক্তব্যে প্রথমেই বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

তিনি আরও বলেন, বলতে দ্বিধা নেই, আমাদের কতিপয় দুর্নীতিগ্রস্ত অফিসারদের উচ্চাবিলাসী মনোভাব, বিবেক বিবর্জিত অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনগণের ভরসাস্থল পুলিশ বাহিনী জনগণেরই প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। সে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের নিকট অনুপ্রেরিত হন। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রদানের মাধ্যমে দেশ গঠন ও পুলিশের কার্যক্রমে সার্বিক সহযোগিতা চান সকলের। 

এসময় সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবে সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, মো. নাহিজ, সোয়েব চৌধুরী, মীর মো. আব্দুল কাদির প্রমুখ। 

টিএইচ