বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  

হবিগঞ্জ প্রতিনিধি  

হবিগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিয়র সভার আয়োজন করে হবিগঞ্জ জেলা প্রশাসন। সভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা এবং সমাধানের লক্ষ্যে সাংবাদিকরা নবনিযুক্ত জেলা প্রশাসককে অবগত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা তথ্য অফিসার,  হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী, সাবেক সভাপতি অ্যাড. মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মো. ফজলুর রহমান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. নাহিজ, মো. ফরিয়াদ চৌধুরী, জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ, দৈনিক আমার সংবাদের জলা প্রতিনিধি মীর মো. আব্দুল কাদির, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এম এ রাজা প্রমুখ।

টিএইচ