সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জ বিভিন্ন দাবিতে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ বিভিন্ন দাবিতে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মানববন্ধন

হবিগঞ্জে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের আয়োজনে হবিগঞ্জ জেলা প্রশাসকের কালেক্টর ভবনের সামনে বুধবার (০৫ জুন) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই, কৃষক-ক্ষেতমজুর, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও। জাতীয় বাজেটে উন্নয়ন অংশের ৪০% কৃষিখাতে বরাদ্দ করে নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়ন কর। 

ক্ষেতমজুরদের সারা বছরের কাজ চাই, কৃষকদের ফসলের লাভজনক মূল্য নিশ্চিত কর। কৃষক-ক্ষেতমজুর ও দরিদ্র চাষিদের আর্মি-পুলিশের রেটে রেশন দাও, ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু কর। নদীভাঙন ও বন্যা সমস্যার সমাধান কর, ইকোনমিক জোন পাওয়ার প্লান্ট ও ইটভাটা নির্মাণের নামে কৃষিজমি ধ্বংস ও কৃষক-ভূমিহীনদের উচ্ছেদ করা চলবে না। সার, বীজ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিএডিসি কে কার্যকর করা,ভেজাল, কালোবাজারী রোধ কর। 

কৃষি লোন মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার কর, এনজিও, মহাজনি লোন তীব্র শোষণ ও কিস্তির হয়রানি বন্ধ কর। বেকার সমস্যার সমাধান কর, জেলায় সরকারি উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন কর, প্রকৃত ভূমিহীনদের পূণর্বাসন করতে হবে। সকল বয়স্ক, বিধবা স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা নির্ধারণ করার দাবিসহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন, কৃষক নেতা জাফর আলী, পরিচালনায় এমএ মালেক। বক্তব্যে দেন, শফিকুল ইসলাম সংগঠক বাসদ (মার্কসবাদী) সামছুর রহমান, আমদু মিয়া, আরব আলী, শংকর শুক্লবৈদ্য প্রমুখ।

টিএইচ