বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হরতালে গাজীপুরে র‌্যাবের টহল

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

হরতালে গাজীপুরে র‌্যাবের টহল

বিএনপির ডাকা‌ হরতাল এবং নির্বাচনকালীন যে কোন প্রকার সহিংসতা মোকাবেলায় বিশেষ পেট্রোলিং করেছে গাজীপুরের র‌্যাব-১।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে গাজীপুর পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্প থেকে একটি পেট্রোলিং টিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টহল দিয়ে পরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাংগাইল মহাসড়কে চলাচলকারী গাড়ি তল্লাশি করে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পোড়াবাড়ি র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন।

বক্তব্যে র‌্যাব কমান্ডার বলেন, হরতালে নাশকতা রোধে শক্ত অবস্থানে রয়েছে গাজীপুর র‌্যাব-১। জেলার বিভিন্ন স্থানে চারটি পেট্রোলিং টিম নিরাপত্তা জোরদারে কাজ করছে। এছাড়া সড়ক পথের পাশাপাশি রেলপথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

টিএইচ